ওমানের ১০০ রিয়াল বাংলাদেশের কত টাকা ।  ওমানি রিয়াল বাংলা টাকা

Last Updated on 6 months by Shaikh Mainul Islam

বেশি ইনকামের আশায় বাংলাদেশ থেকে প্রতিবছর হাজার হাজার লোক বিদেশে পারি জমায়। তার মধ্যে ওমান অন্যতম। তখন অনেকেই জানতে চান ওমানের ১০০ রিয়াল বাংলাদেশের কত টাকা?

প্রিয় পাঠক,  স্বাগত Dainik Kantha এর আজকের পোস্ট “ওমানের ১০০ রিয়াল বাংলাদেশের কত টাকা” পোস্টে।

আজকের পোস্টে আমরা ওমানের রিয়ালের দাম বাংলাদেশি টাকায় এবং আমেরিকান টাকায় কত এবং ওমানের কাজ ভেদে বাংলাদেশি কেমন টাকা পাওয়া যায় সে সম্পর্কে বিস্তারিত জানবো।

বাংলাদেশি টাকায় ওমানের রিয়াল

বাংলাদেশ থেকে যাওয়া প্রবাসীদের অন্যতম টার্গেটেড দেশ হচ্ছে ওমান। কারণ ওমানের টাকার মান বাংলাদেশের টাকার থেকে ৩০০ গুণের বেশি।

অবাক হচ্ছেন -? হ্যা, সত্যি ই ওমানের টাকার মান বাংলাদেশি টাকার প্রায় ৩০০ গুণ বেশি।

ওমানের মুদ্রার নাম রিয়াল। অর্থাৎ আমরা বাংলাদেশিরা যেমন লেনদেনে টাকা ব্যবহার করি তাই আমাদের মুদ্রার নাম টাকা। ঠিক তেমনই ওমানের লেনদেনের জন্য মুদ্রার নাম রিয়াল।

বর্তমানে ওমানের ১ টাকা বা ১ রিয়াল সমান বাংলাদেশের 305.19 টাকার সমান। তবে এই রেট প্রতিদিন কিছুটা কম বেশি হয়ে থাকে।

আরও পড়ুনঃ ডলার রেট বাংলাদেশ । ডলার টু টাকা

বাংলাদেশের টাকার তুলনায় ওমানের রিয়ালের দাম অনেক বেশি তাই প্রবাসীদের পছন্দের প্রথম দেশ ওমান হয়ে থাকে।

কোনো ব্যক্তি যদি ওমানে গিয়ে ২০০-৫০০ রিয়াল বেতনে কোনো কাজ করতে পারে তাহলে বাংলাদেশি টাকায় ওই ব্যক্তি ৬১ হাজার থেকে ১ লাখ ৫২ হাজার টাকার বেশি আয় করবে বাংলাদেশি টাকায়।

তবে হ্যা, ওমানে গেলেই এত রিয়াল বেতনের কাজ পাওয়া যাবে বিষয়টা একদমই এমন নাহ্। তাই শুধু মাত্র ওমানি রিয়াল বাংলা টাকার -র পরিমাণে হিসাব করেই ওমান যাওয়া যাবে নাহ্।

আরও পড়ুনঃ কুয়েতের ১ দিনার বাংলাদেশের কত টাকা । কুয়েত বাংলাদেশ টাকার রেট

এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পারছেন যে ওমান ১ রিয়াল সমান বাংলাদেশি টাকায় 305.19 টাকা। তবে এর থেকে ২/৫ টাকা কম বেশি হয়ে থাকে।

সুতরাং, ওমানের ১০০ রিয়াল বাংলাদেশের কত টাকা এটা জানতে 100×305.19 = 30519 টাকার মতো হয়।

প্রিয় পাঠক, ওমানি রিয়াল বাংলা টাকা মানের হিসাব তোনপেলাম। এবার চলুন ডলার টু রিয়াল টু টাকার হিসাব দেখে নেওয়া যাক।

ওমানের ১০০ রিয়াল, টাকা ও ডলার

এতক্ষণে আমরা জেনেছি যে ওমানি ১ রিয়াল সমান বাংলাদেশি টাকায় ২৮৪ টাকা। কিন্তু আমরা কি জানি ১ ওমানি রিশাল সমান আমেরিকান কত ডলার-?

বিশ্বের ম্যাক্সিমাম হিসাব করা হয় আমেরিকান মুদ্রা ডলারের হিসাবে। তাই অনেকে জানতে চান ডলার এবং রিয়াল এবং টাকার মানের মধ্যে কতটা তফাৎ সে বিষয়ে।

এই মুহুর্তে

  • আমেরিকান ১ ডলার সমান বাংলাদেশি 117.48 টাকা।
  • ওমানি ১ রিয়াল সমান বাংলাদেশি 305.19 টাকা।
  • ১ ওমানি রিয়াল সমান আমেরিকান 2.60 ডলার।
  • ১ আমেরিকান ডলার সমান ওমানি ০.৩৮ রিয়াল।

বি:দ্র: সব দেশের মুদ্রার মান প্রতিদিন ওঠানামা করে। তবে গড়ে স্বাভাবিক হিসাবের জন্য উপরের তথ্য প্রযোজ্য।

এবার নিসন্দেহে আমেরিকান ডলার বাংলাদেশি টাকা ওমানি টাকা সম্পর্কে ওমানি রিয়াল বাংলা টাকা অর্থাৎ ওমানের ১০০ রিয়াল বাংলাদেশের কত টাকা এই পোস্ট থেকে জেনেছিহ্।

ওমানের রিয়াল বাংলাদেশের কত টাকা । FAQS

ওমান ১ রিয়াল = কত টাকা?

ওমানি ১ রিয়াল = বাংলাদেশি 305.19 টাকা। তবে প্রতিদিননসকল মুদ্রার মান কিছুটা কম বেশি হয়ে থাকে।

ওমান রিয়ালের দাম বাংলা টাকার মানের কতগুণ বেশি?

ওমানি এক রিয়াল সমান বাংলাদেশি 305.19টাকা। অর্থাৎ 300 গুণের বেশি।

একজন বাংলাদেশি প্রবাসী ওমানে কত রিয়াল বেতন পায়?

একজন প্রবাসী যে দেশেই যে কাজ ই করুক না কেন কাজের অভিজ্ঞতা এবং যেগ্যতা অনুযায়ী বেতন পায়। কারোর বেতন নির্ধারিত বা সমান নয়।

1 ডলার বাংলাদেশের কত টাকা?

১ ডলার বাংলাদেশের ১১৭ টাকা।

১ ডলার সমান কত রিয়াল?

1 ডলার সমান ০.৩৮ রিয়াল।

১ রিয়াল সমান কত ডলার-?

১ রিয়াল সমান ২.৬ ডলার।

ওমানের ১০০ রিয়াল বাংলাদেশের কত টাকা নিয়ে সর্বশেষ

প্রিয় পাঠক, আজকের পোস্টে আমরা জানার চেষ্টা করেছি ওমানের ১০০ রিয়াল বাংলাদেশের কত টাকা সে সম্পর্কে বিস্তারিত।

আশা করছি এই পোস্ট থেকে এমানি রিয়াল বাংলাদেশি টাকা এবং আমেরিকান ডলারের মান সম্পর্কে একটি স্পষ্ট ধারণা পেয়েছেন।

এছাড়াও এই সম্পর্কিত আমাদের সকল পোস্ট পড়তে International Category ভিজিট করুন।

নিয়মিত আমাদের সকল পোস্ট পড়ার জন্য Dainik kantha ভিজিট করুন। সর্বশেষ আপডেট পেতে চোখ রাখুন অফিসিয়াল ফেসবুক পেজ Dainikkantha এ।

4 thoughts on “ওমানের ১০০ রিয়াল বাংলাদেশের কত টাকা ।  ওমানি রিয়াল বাংলা টাকা”

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.